মঠবাড়িয়ায় জাতীয় ভোটার দিবস পালিত

“মুজিব বর্ষের অঙ্গিকার-রক্ষা করব ভোটাধিকার” এ প্রতিপদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজন দিবসটি উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বার্হী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশণার (ভমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ ফেরদৌস, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো. জসীম, নির্বাচণ কর্মকর্তা মো. নাজমুল হোসেন, সরকারি হাতে আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন।
পরে নতুন ভোটার হওয়া ১০ জনের মাঝে ভোটার আইডি কার্ড তুলে দেন নির্বাচণ কর্মকর্তা মো. নাজমুল হোসেন।
এমইউআর