ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

ইন্দুরকানীতে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সেমিনার

ইন্দুরকানীতে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সেমিনার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ইন্দুরকানীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী নাসরীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম মতিউর রহমান, অতিথি নারী ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, ওসি মোঃ এনামুল হক, পত্তাশী ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার, ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করীম তালুকদার ইমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সেমিনারে উদ্ভাবিত প্রযুক্তি উপস্থাপন করেন বিএসআরের  সাইন্টিফিক অফিসার জন লিটন মুন্সি,ড. মোঃ হুমায়ুন কবির, মোঃ আজিজুল হক ও  মোঃ গোলাম মোস্তফা। এখানে কম খরচে বন্ধু চুলা, বৃষ্টির পানি সংরক্ষণ, বৈজ্ঞানিক পদ্ধতিতে বাঁশের ব্যবহার সহ নানা প্রযুক্তি উপস্থাপন করেন।  পরে উপজেলা পরিষদের সামনে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরী করা বিভিন্ন প্রযুক্তির প্রদর্শনী উদ্ধোধন করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন ইন্দুরকানী এ সেমিনারের আয়োজন করেন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন