ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

ইন্দুরকানীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

ইন্দুরকানীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ইন্দুরকানীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, জাতীয়পার্টি জেপি, মুক্তিযোদ্ধা সংসদ, পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা পরিষদ মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মৌসুমী নাসরীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম,মতিউর রহমান, ওসি মোঃ এনামুল হক, নারী ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা জেপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক বজলুর রহমান মিন্টু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ আজিজ হাওরাদার, ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার, কবির হোসেন বয়াতী, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর,  সাধারণ সম্পাদক শাহীন গাজী, ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান প্রমুখ।

সভা শেষে বিভিন্ন বিষয় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এছাড়া এ উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দিবসটি আলাদাভাবে পালন করেন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন