কাউখালীতে গাঁজা সেবন করার অপরাধে ২ যুবককে কারাদন্ড

পিরোজপুরের কাউখালীতে গাঁজা সেবন করার অপরাধে ২ ছিন্নমূল যুবককে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিন বাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন গলিতে প্রকাশ্যে গাঁজা সেবন করা অবস্থায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আর তিথি পুলিশের ফোর্স নিয়ে হাতে নাতে ধরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলো বরিশালের বাটারখাল এলাকার মিলন খানের পুত্র হৃদয় খান (২২) ও একই এলাকার আনোয়ার হোসেন এর পুত্র সোহাগ হোসেন (২০)।
এইচকেআর