ইন্দুরকানীতে জনতার হাতে আটক চোরাই চক্রের সদস্য রিপন

চোরা শুনে না ধর্মের কাহীনী । লোভ করতে গিয়ে ২য় বারের ন্যায় জনতার পাহারায় ধরা পড়ল পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চোরাই চক্রের সদস্য রিপন হাওলাদার (৩৫) নামের এক যুবক। মঙ্গলবার দুপুর ও রাতে ইন্দরকানী ও মোড়েলগঞ্জ উপজেলার সীমানার হোগলাবুনিয়া এলাকায় পাহারাদার জনতার হাতে সে ধরা পরে। সে খুলনার রুপসা এলাকার আঃ সালাম হাওলাদারে ছেলে। পরে এলাকার পাহরারত জনতা ও এলাকাবাসী গনধোলই দিয়ে রাতেই তাকে পুলিশে সোপর্দ করে।
ইন্দুরকানী উপজেলার বালিপাড়া পল্লী বিদ্যুত অফিসের ইনচার্জ মোঃ হাবীবুর রহমান জানান, চারদিন আগে থানায় অজ্ঞাত আসামী দিয়ে মামলা করা হয়। মঙ্গলবার পুনারায় আবার ও ট্রান্সফরমার দুটি লাগিয়ে লাইন চালু করা হয়। রাতে এলাকাবাসী পাহারার ব্যবস্থা করে। কিন্তু ঐ চোরই চক্র তিন জনকে নিয়ে আবার দুপুর রাতে ট্রান্সফরমার নেয়ার জন্য মুখোশ পরে বিদ্যুতে খুটিতে উঠার চেষ্টা করলে পাহারাদার এলাকাবাসী রিপন নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। অন্য দুই জন পালিয়ে যায়। এ ব্যপারে মোড়েলগঞ্জ ও ইন্দুরকানী থানায় পৃথক মামলা করা হবে।
ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, জনতার হাতে আটক ট্রান্সফরমার চোরকে প্রাথমিক চিকিৎসা শেষ জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুরে মোড়েরগঞ্জ থানায় পাঠানো হয়েছে। ওই থানায় আগের মামলায় আসামী করা হবে। পরে ইন্দুরকানী থানায় মামলা হলে তাও নেয়া হবে।
এমইউআর