ভান্ডারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
.jpg)
পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার (১০মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে মুজিব বর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একটি র্যলি বের করা হয়।
র্যলি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা বাসা বাড়ি, বহুতল ভবনে অগ্নি নির্বাপন, ভূমিকম্প বিষয়ক মহরার ডিসপ্লে প্রদর্শন করে।
পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. পারভেজ রেজা ও অনিমেষ চন্দ্র প্রমুখ।
এমইউআর