ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

ইন্দুরকানীতে সড়ক দূর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

ইন্দুরকানীতে সড়ক দূর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ইন্দুরকানীতে সড়ক দূর্ঘটনায় গুরুতব আহত সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জসিম উদ্দিন তালুকদার (৪৩) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ দিন পর মারা গেছেন। বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়। জসিম উদ্দিন তালুকদার উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের আলী আহম্মেদ তালুকদারের ছেলে।

শুক্রবার ১১ টায়  স্বেচ্ছাসেবক দল নেতা জসিম  উদ্দিনকে তার গ্রামের বাড়ী  ইন্দুরকানী উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামে জানাজা শেষে  পারিবারিক কবরস্থানে  দাফন করা হয়।

গত ৩ মার্চ নিজ  মটোর সাইকেলে বাড়ি থেকে বালিপাড়া বাজারে আসার সময় কয়েকটি কুকুর গাড়ীর উপর  দৌড়ে উঠলে সাথে গাড়ী উল্টে জসিম গুরুতর আহত হয়। পরে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাত দিন চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে সে মারা যায়। তার মৃত্যুর  খবরে এলাকায় শোকের ছায় নেমে আসে। মৃৃত্যুকালে সে স্ত্রী, দুই ছেলে  ও এক মেয়ে রেখে গেছেন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন