ভান্ডারিয়ায় শ্বশুর বাড়িতে সংবর্ধীত রামসগেটের মেয়র

পিরোজপুরের ভান্ডারিয়ার পুত্রবধূ ইংল্যান্ডের রামসগেট কেন্ট টানা তিনবারের নির্বাচিত মেয়র ব্যরিষ্টার রওশন আরা রহমান দোলন শনিবার দুপুর পৌঁনে দুই টায় স্বামীর সাথে শ্বশুর বাড়িতে আসেন। দীর্ঘদিন পর বাড়িতে আসলে বিদেশী মেয়র পুত্রবধূঁকে ফুল দিয়ে বরণ করেন স্বজনরা।
সফরকালে স্বামী পৌর শহরের ৬নম্বর ওয়ার্ডের মরহুম আফসার উদ্দিন সরদারের ছেলে রেজাউর রহমান জামান,তার বড় বোন পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা মনোয়ারা বেগম মিনু,মাতোয়ারা বেগম,শওকত আরা নাদিম,যুক্তরাস্ট্র প্রবাসী বড় ভাই লুৎফর রহমান ও মতিউর রহমানকেও ফুলের শুভেচ্ছা জানানো হয়। পারিবারিক কবর জিয়ারত,ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত শেষে স্বজনদের সাথে কুশল বিনিময় মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহন করেন তারা।
এসময় জেপি নেতা ও ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন সিকদার, জেপি নেতা মো. জামাল উদ্দিন লিটনসহ বাড়ির এবং পার্শবর্তী বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ বিদেশী মেয়র এলাকার বধূঁর সাথে কুশল বিনিময় করেন এবং ফটো শেসনে অংশনেন।
এর পূর্বে দুপুর পৌঁনে একটার দিকে মেয়র দম্পতি স্থানীয় বিশেষ চাহিদা সম্পন্ন সুইটবাংলাদেশ নামের একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের আমন্ত্রনে এক সংবর্ধণা অনুষ্ঠানে অংশনেন। সেখানে শিক্ষক ,অভিভাবকগণ অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান। এসময় মেয়রসহ সফর সঙ্গীরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কবিতা, সঙ্গীত,নৃত্য উপভোগ কালে আবেগ আপ্লুত হয়ে পড়েন মেয়র।
সংবর্ধণা সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পিরোজপুর জেলা জিপি এ্যাডঃ শহিদুল হক পান্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেয়র রওশন আরা রহমান দোলন। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ইউএনও সীমা রানী ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, মেয়রের স্বামী রেজাউর রহমান জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম প্রমুখ। ঐতিহ্যবাহী ভান্ডারিয়ায় শ্বশুরবাড়ি এলাকায় ফুলের শুভেচ্ছায় উচ্ছ্বসিত মেয়র।
কভিডের ধাক্কা সামলিয়ে আমরা সবাই বেচে আছি আমহামুদুলিল্লাহ বলে সবাইকে সুস্থ্য এবং ভালো থাকার আহবান জানান মেয়র তার বক্তব্যে। বিকালে মেয়র দম্পতি উপজেলার চরখালী জোমাদ্দার বাড়ি (মামা শ্বশুর বাড়ি) যান এবং সেখানে স্বজনদের সাথে কিছু সময় কাটিয়ে পিরোজপুরের বাসায় চলে যান।
এইচকেআর