নাজিরপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে ইউপি চেয়ারম্যান ও তার ছোটভাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের বিরুদ্ধে এক শিক্ষকের জমি দখলের অভিযোগ উঠেছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা জাতীয় যুব সমাজের সাধারণ সম্পাদক ও জমির মালিক স্কুলশিক্ষক সুলতান আলী হাওলাদারের ছেলে রিয়াজুল ইসলাম হাওলাদার।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছোট বুইচাকাঠী এলাকার প্রায়ত স্কুলশিক্ষক মো. সুলতান আলী হাওলাদারের ক্রয়কৃত জমি উপজেলা শেখমাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু ও তার ছোটভাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপসের নেতৃত্বে দখল করা হয়।
গত ৮ মার্চ ভোর রাতে দেশীয় অস্ত্র নিয়ে তাদের কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী চেয়ারম্যান ফুফাতো ভাই হুমায়ুন কবিরের পক্ষ হয়ে ওই জমি দখল করে ঘর তৈরি করেন।এ ঘটনায় এলাকাবাসীসহ ভুক্তভোগীরা বাঁধা দিলে সন্ত্রাসীরা তাদের হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে।
সংবাদ সম্মেলনে রিয়াজুল ইসলাম বলেন, ওই জমি আমার বাবা ১৯৬৫ সালে হুমায়ুন কবিরের বাবা হেমায়েত উদ্দিন হাওলাদারের কাছ থেকে কিনে ভোগ দখল করে আসছি। সে অনুযায়ী আমাদের নামে রেকর্ডও হয়েছে।
এ বিষয়ে জানতে শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নুর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে তার ছোট ভাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস সেখানে যাওয়া বা জমি দখলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ অস্বীকার করে জানান, ওই জমিটি নিয়ে দায়ের হওয়া মামলায় তার ফুফাতো ভাইয়ের পক্ষে সম্প্রতি আদালত রায় দিয়েছেন। সেখানে তার ভাই কাজ করেছেন।
এইচকেআর