ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Motobad news
বিশ্ব মা দিবস উপলক্ষ্যে 

বরিশালে ২০ জন অসহায় মাকে সহায়তা

বরিশালে ২০ জন অসহায় মাকে সহায়তা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে বরিশালে অসহায়-দুস্থ মায়েদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ২০ জন মাকে এই সহায়তা দেয়া হয়। 

রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের সভাকক্ষে মায়েদের সহায়তা প্রদান অনুষ্ঠানে নগদ অর্থ, শাড়ি, ঈদ সামগ্রী দুধ, চিনি, সেমাই ও খেজুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, সমাপ্তি রায় এবং শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন।  

সভার শেষ পর্যায়ে জেলা প্রশাসক ২০ জন মায়ের মাঝে নগদ অর্থ, শাড়ি, ঈদ সামগ্রী দুধ, চিনি, সেমাই ও খেজুর বিতরণ করেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন