ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Motobad news

বরিশালে অসহায়-দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বরিশালে অসহায়-দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত ৪শ’ অসহায়-দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।  রবিবার ১০টায় বাকেরগঞ্জ উপজেলার দেউলী বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে এই অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। 

৬ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এবং ৬২ ইস্ট বেঙ্গলের আয়োজনে ৬ পদাতিক ব্রিগেড কমান্ডার এই ত্রাণ বিতরণ করেন। এ সময় শেখ হাসিনা সেনা নিবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এর আগেও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ থেকে একইভাবে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আগামীতে এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন