ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় ২২তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহ্ফিল সম্পন্ন

ভান্ডারিয়ায় ২২তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহ্ফিল সম্পন্ন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ড কালিমা চত্বরে ২২তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহ্ফিলে সকলের শান্তি কামনায় আফেরি মোনাজাতের মধ্য দিয়ে শুক্রবার রাতে সম্পন্ন হয়। আফেরি মোনাজাতের পূর্বে ঐতিহ্যবাহী এই ভান্ডারিয়ার জনগুরুত্বপূর্ণ স্থান আধুনিক পদ্ধতিতে আরবি হরফে “আল্লাহ্ হু আকবর” লেখা সুবিশাল স্তম্ভটি সকলের দৃশ্যমান হওয়ায় এটির প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান হযরত মাওলানা মুফতী আবুল কাসেম আশ্রাফী।

এ দিকে ৬দিন ব্যপি এ মাহফিলে সূরা আল- আনমান এর ১ম আয়াত থেকে শুরু করে প্রতিদিন রাতে  পৃথক দুই অধিবেশনে বয়ান পেশ করেন,হযরত মাওলানা আঃহাই নেছারী,আব্দুল্লাহ আল বাহাদুর,হাফেজ মুফতী মাসউদ রহমান,আব্দুর রাজ্জাক কাসেমী,ইমদাদুল হক আরেফী,মনিরুল ইসলাম,মইনুল হক আহ্ছানী,মুসলেহ্ উদ্দিন আনসারী,আবু ত্বলহা নুরী,আব্দুল ফাত্তাহ্ বীন আমিন,আব্দুর রহীম এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুফতী আবুল কাসেম আশ্রাফী। আলহাজ্ব হযরত মাওলানা আলতাফ হোসাইন সিকদারের সভাপতিত্বে সার্বিক পরিচালনা করেন হযরত মাওলানা আসলাম হোসাইন বেলালী বলে জানান  তাফসীরুল কুরআন মাহ্ফিল এন্তেজামিয়া কমিটির অন্যতম সদস্য জেপি নেতা মো. সেন্টু মোল্লাহ। এ মাহ্ফিলে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শত মুসুল্লীগণ দোয়ায় শরিক হন। 
 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন