ইন্দুরকানীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরেজপুরের ইন্দুরকানীতে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পড়েরহাট বন্দরে অভিযান চালিয়ে কর্মকার পট্রি থেকে নারায়ন চন্দ্র কর্মকারের ছেলে রিপন কর্মকার (৪৫) কে গাাঁজা সহ আটক করে। পরে ইন্দুরকানী থানায় পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক জামাল হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করলে ওই মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, রিপন কর্মকার দীর্ঘদিন ধরে পাড়েবহাট সহ এই এলাকায় মাদক দ্রব্যের ব্যবসা করছে।
ইন্দুরকানী থানার ডিউটি অফিসার এ এসআই সাইফুল জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রোবাবার বিকালে আদারতে পাঠানো হয়েছে।
এসএম