ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় আ‘লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় আ‘লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দলীয় কোন্দল নিরাশন ও দ্রুত কাউন্সিল সম্পন্ন করার লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আ‘লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, পিরোজপুর জেলা আ‘লীগ সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল।

কুরআন তিলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার শুরুতে প্রায়ত আলীগ নেতাদের স্মরণে শোক প্রস্তাব ও নিরবতা পালন করা হয়। উপজেলা আ‘লীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আ‘লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল দাস, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর।

এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ‘লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জেলা আ‘লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম মিয়া, সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আ‘লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মো. আরিফ উল হক, পৌর আ‘লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সাধারণ সম্পাদক পরিতোষ বেপারী, বরিশাল আ‘লীগ নেতা মো. জাকির হোসেন, উপজেলা আ‘লীগ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, রিয়াজুল আলম ঝনো, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, সহ প্রচার সম্পাদক মো. হারুণ আর রশিদ খান, ক্রীড়া সম্পাদক নাজমুল আলম টুকু, দূযোগ ও ত্রান বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রিপন মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, মো. বাচ্চু আকন, লুৎফর রহমান, হাবিবুর রহমান শরীফ, জাহাঙ্গীর হোসেন, আবুল বাশার মাতুব্বর, আ‘লীগ নেতা শাকিল আহম্মেদ নওরোজ প্রমূখ।

এদিকে বর্ধিত সভাকে ঘিরে নেতা কর্মিদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। অথিথিরা মঠবাড়িয়া আগমন করলে স্বগত শিছিলসহ তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়্। অপরদিকে মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজ এলাকা ছিলো আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চ্দারে ঢাকা। নির্ধারিত কাউন্সিলর প্রশাসনিক ব্যক্তি ও মিডিয়া কর্মি ছাড়া অন্য কোন লোক সভা এলাকায় প্রবেশ করতে দেয়া হয়নি।

উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, সভায় বিদ্রোহীদের ব্যপারে কঠোর হুশিয়ারি দিয়ে এবং সকল দলীয় কোন্দল ভুলে আ‘লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে দ্রুত সময়ের মধ্যে সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন