মঠবাড়িয়ায় স্বামীর হাতুরি পেটায় স্ত্রী খুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় পরকীয়ায় বাঁধা দেয়ায় আয়েশা আক্তার (৩০) নামে তিন সন্তানের জননীকে হাতুড়ি পেটা করে খুন করেছে এক পাষন্ড স্বামী। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী মামুন (৩৬) কে মঙ্গলবার সকালে আটক করেছে।
সোমবার বিকেলে মঠবাড়িয়া পৌর সভার ৬নং ওয়ার্ডের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। মামুন ওই এলাকার রফিকুল ইসলাম বাচ্চুর বাসার ভাড়াটিয়া ও পৌর শহরে ফার্নিচারের ব্যবসা করে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফার্নিচার ব্যবসায়ী মামুন জনৈক তানিয়া নামে এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এতে মামুনের স্ত্রী আয়েশা বাঁধা দেয়ায় মামুন তাকে প্রায় সময়ই মারধর করত। সোমবার বিকেলে এ পরোকিয়ার জেরে পুনরায় ঝগড়া বিবাদ দেখা দিলে ঘাতক মামুন লোহার হাতুড়ি দিয়ে স্ত্রী আয়েশাকে আঘাত করে। পরে স্বজনরা আয়শাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শের-ই-বাংলায় নেয়ার পর আয়েশা মারা যান।
মঠবাড়িয়া থানার অফিসার ইনাচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় নিহত আয়েশার মা মমতাজ বেগম বাদী হয়ে ঘাতক মামুনসহ দুইজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আটক মামুনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেল আদালতে সোপর্দ করা হয়েছে।
এমইউআর