ভাণ্ডারিয়ায় অস্ত্র ও গুলি সহ পলাতক আসামী গ্রেফতার
_PIC_17_03_2022_(1).jpg)
পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ভাণ্ডারিয়া থেকে বৃহস্পতিবার ভোর রাতে বরগুনা থানার বেশ কয়েকটি মামলার পলাতক আসামী রাজিব (৩০) নামের এক যুবককে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি সহ আটক করা হয়েছে। সে বরগুনা সদর উপজেলার আমতলারপার এলাকার মোশারেফ এর পুত্র।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ পরিদর্শক মো: জাকারিয়া কর্মরত অফিসার ফোর্সসহ চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে ভাণ্ডারিয়া থানা এলাকায় অভিযান চালায়। বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে তারা নদমুলা ইউনিয়নের একটি বাড়ি সামনের পাকা ব্রিজের উপর পৌঁছলে সেখানে আসামী রাজিবকে দেখে সন্দেহ হলে তাকে পরিচয় জিজ্ঞেস করা হয়। সাথে সাথে সে দৌড়ে পালাবার চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ সময় অস্ত্রের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোয়েন্দা পুলিশের এস আই মো. দেলোয়ার হোসাইন জসিম বাদী হয়ে তার বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
পিরোজপুর পুলিশের গোয়েন্দা শাখা (উত্তর) এর পরিদর্শক মো. জাকারিয়া হোসেন জাকির সাংবাদিকদের জানান, রাজিবকে আসামী করে ভাণ্ডারিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
মামলার নথী সূত্রে জানা গেছে, আসামী রাজিবের বিরুদ্ধে বরগুনা সদর থানায় রুজুকৃত দুইটি মাদক, একটি নারী শিশু এবং চারটি গুরুতর জখম সহ হত্যার চেষ্টা মামলা আদালতে বিচারাধীন আছে।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, আসামীকে বৃহস্পতিবার পিরোজপুর কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এমইউআর