ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • বরিশালে গণঅধিকার সভাপতি নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা আমতলীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা  সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ পটুয়াখালীতে ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস ভোলায় স্বামীকে নির্যাতনের পর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামি  গ্রেফতার  বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ বামনায় ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক র‍্যালি  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার  সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের মামলা
  • গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

    গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহ’র উদ্যোগে ত্রাণ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষন কমিটির আহবায়ক (পূর্ন মন্ত্রীর মর্যাদায়) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র উদ্যোগে সোমবার বেলা ১১টায় ১নং খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বসে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

    করোনা দুর্যোগে এলাকার গরীব, অসহায়, দুঃস্থ মানুষকে সহয়তা দিতে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান এ এাণ সামগ্রী বিতরণ করেন। 

    উপজেলার সর্বত্র ধারাবাহিকভাবে ত্রাণ বিতরনের দ্বিতীয় দিনে সোমবার খাঞ্জাপুর ইউনিয়নের মোট ১০০ (একশত) পরিবারকে পরিবার প্রতি ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১কেজি তেল দেয়া হয়। 

    এ সময় উপস্থিত ছিলেন খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যন মোঃ নুর আলম সেরনিয়াবাত, খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মতলেব মাতুব্বর, সাধারন সম্পাদক অখিল চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ মামুন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ প্রমুখ। উল্লেখ্য, গত শনিবার থেকে থেকে এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। 

    সোমবার দ্বিতীয় দিনের মত ত্রাণ সামগ্রী বিতরণ করা হল। এ কার্যক্রম ঈদের আগের দিন পর্যন্ত চলবে। পর্যায়ক্রমে উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার সর্বত্র করোনা দুর্যোগগ্রস্থ পরিবারগুলোর মাঝে এ ত্রাণ বিতরণ কার্যক্রম চালানো হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ