গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহ’র উদ্যোগে ত্রাণ বিতরণ


বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষন কমিটির আহবায়ক (পূর্ন মন্ত্রীর মর্যাদায়) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র উদ্যোগে সোমবার বেলা ১১টায় ১নং খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বসে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
করোনা দুর্যোগে এলাকার গরীব, অসহায়, দুঃস্থ মানুষকে সহয়তা দিতে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান এ এাণ সামগ্রী বিতরণ করেন।
উপজেলার সর্বত্র ধারাবাহিকভাবে ত্রাণ বিতরনের দ্বিতীয় দিনে সোমবার খাঞ্জাপুর ইউনিয়নের মোট ১০০ (একশত) পরিবারকে পরিবার প্রতি ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১কেজি তেল দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যন মোঃ নুর আলম সেরনিয়াবাত, খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মতলেব মাতুব্বর, সাধারন সম্পাদক অখিল চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ মামুন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ প্রমুখ। উল্লেখ্য, গত শনিবার থেকে থেকে এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
সোমবার দ্বিতীয় দিনের মত ত্রাণ সামগ্রী বিতরণ করা হল। এ কার্যক্রম ঈদের আগের দিন পর্যন্ত চলবে। পর্যায়ক্রমে উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার সর্বত্র করোনা দুর্যোগগ্রস্থ পরিবারগুলোর মাঝে এ ত্রাণ বিতরণ কার্যক্রম চালানো হবে।
এইচকেআর
