পিরোজপুরের হকার দুলাল আর নাই

হকার দুলাল আর নেই ,দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার বিকালে তার নিজ বাড়ীতে মারা যান। পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাশবর্তী গ্রামে তার বাড়ী। তিনি পিরোজপুর জেলা হকার সমিতির সভাপতি ছিলেন । চল্লিশ বছর ধরে তিনি পেপার বিক্রি কবতেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ৬ মেয়ে, ৪ ছেলে সহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। বুধবার সন্ধ্যায় তাকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি আজাদ হোসেন, সাবেক সভাপতি এম,আহসানুল ছগির, এইচ এম,ফারুক হোসাইন ,সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল সহ সকল সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।
এমইউআর