ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

স্বরূপকাঠিতে শশুর বাড়িতে যুবকের আত্মহনন

স্বরূপকাঠিতে শশুর বাড়িতে যুবকের আত্মহনন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্বরূপকাঠিতে  পারিবারিক কলহের জের ধরে শশুর বাড়িতে বসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আরিফুল ইসলাম নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে বৃহসপতিবার রাতে স্বরূপকাঠি পৌর এলাকার জগন্নাথকাঠি গ্রামের শশুর ইউনুছ কবিরাজের ঘরে।

শুক্রবার পুলিশ আরিফের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠায়। তবে  আরিফের মা শাহনাজ পারভিন তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেন। শাহনাজ পারভিনের দাবী তার পুত্রবধু সাদিয়া পরকিয়ায় আশক্ত থাকার কারনে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল।

এদিকে  অরিফুলের শশুর ইউনুছ কবিরাজ বলেন, তার জামাতা বেকার এবং নেশাগ্রস্ত থাকায় মাঝে মধ্যে পরিবারে ঝগড়া ফ্যাসাদ হলেও  বড় ধরনের  অশান্তি ছিল না।

নিহত আরিফ পার্শ্ববর্তী আরামকাঠি গ্রামের সৌদি প্রবাসী  সাইফুর রহমানের পুত্র।  
জানাগেছে প্রায় এক বছর আগে আরিফুলের সাথে ইউনুছ কবিরাজের মেয়ে সাদিয়ার সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ লেগেই থাকত। ঘটনার দিন বাবার বাড়ি বেড়াতে আসা তার স্ত্রীকে আরিফ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে। পরে রাতে শশুর বাড়ি বেড়ানোর জন্য থাকতে গিয়ে রাতে গলায় শাড়ি পেচিয়ে আড়ার সাথে আত্মহত্যা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার এসআই হেমায়েত উদ্দিন জানান, ময়নাতদন্ত শেষে আরিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন