ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

স্বরূপকাঠিতে দুগ্ধজাত গাভীর বাচ্চা পানিতে ফেলে হত্যা

স্বরূপকাঠিতে দুগ্ধজাত গাভীর বাচ্চা পানিতে ফেলে হত্যা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্বরূপকাঠিতে ২০ দিন বয়সী দুগ্ধজাত গাভীর বাচ্চা পানিতে ফেলে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় চাঁদকাঠি গ্রামে। ওই গ্রামের দরিদ্র দিন মজুর জীবন কৃষ্ণ মাঝির পালিত গাভীর ২০দিন বয়সী বাচ্চাটি কে বা কারা দড়ি দিয়ে পা বেধে খালের পানিতে ফেলে হত্যা করেছে।

এ ঘটনায় জীবন মাঝি শনিবার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। জীবন মাঝি জানান শুক্রবার দুপুরে গাভীটিকে বাছুরসহ বাড়ির অধুরে মাঠে রেখে আসেন। সন্ধ্যায় গাভী আনতে মাঠে গিয়ে  বাচ্চার খোঁজ পাচ্ছিলেন না।

অনেক খোঁজাখুজির পড়ে পার্শ্বের একটি ছোট খালে চার পা বাধা মৃত অবস্থায় বাচ্চাটি উদ্ধার করেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন