ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

মঠবাড়িয়ায় ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ও নিত্য প্রয়োজনীয় পণ্যর বাজার স্থিতিশীল রাখতে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রবিবার (২০ মার্চ) দিন ব্যাপি পৌর শহরের গরু হাটা, শহীদ মোস্তফা কেলার মাঠ ও বহেরাতলা বাস ষ্ট্যান্ড এ তিনটি এলাকায় সংশ্লিষ্ট ডিলার নিজস্ব ভ্রাম্যমাণ ট্রাকে এ পন্য বিক্রি করেন।

ন্যায্যমূল্যে টিসিবি পণ্য বিক্রয় উদ্বোধন করেন প্যাণেল মেয়র মো. মঞ্জুর রহমান শিকদার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মিরাজ আহম্মেদ, পৌর সচিব মো. হারুণ অর রশিদ, কাউন্সিলর মো. ইউসুব আলী মৃধা, মতিয়ার রহমান মিলন, মো. সগীর হোসেন, সাংবাদিক আবদুস সালাম আজাদী, জুলফিকার আমীন সোহেল প্রমূখ।

পৌর সচিব মো. হারুণ অর রশিদ বলেন, পৌর সভার ৯টি ওয়ার্ডে ২ হাজার ৮১ জন লোক টিসিবির আওতায় আনা হয়েছে। এ কার্যক্রমের আওতায় জনপ্রতি ভোক্তা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।  প্রতিদিন সকাল ১০ থেকে বিকেল ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন