ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় সরকারি কলেজে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নির্বাচন

মঠবাড়িয়ায় সরকারি কলেজে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নির্বাচন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুর মঠবাড়িয়া সরকারি  কলেজ ভোট কেন্দ্রে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়। সারাদেশে একযোগে ২ শতাধিক ভোট কেন্দ্রে ১৪ হাজার ৫ শত ১৫ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তা এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আজ ২০ মার্চ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহন চলে।

জানা গেছে, সারাদেশে এ সমিটির আওতায় সাতটি প্যনেলের মধ্যে প্রতিদ্বান্দতা চলছে। আঞ্চলিক পদসহ মোট ১২৩ পদ রয়েছে এ সমিতিতে।  একজন ভোটার ৬৭টি ভোট প্রদান করবেন।

সরেজমিনে মঠবাড়িয়া সরকারি কলেজে গিয়ে দেখা যায়, নিরপেক্ষ, উৎসবমূখর, সুষ্ঠু ও সুশৃঙ্খল প্রভাবমুক্ত পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোটার দীর্ঘ সময় হাতে নিয়ে গোপন ভুতের মধ্যে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। মঠবাড়িয়া সরকারি কলেজে দুজন নারী ভোটারসহ ১৭ জন ভোটার ভোট প্রদান করবেন।

প্রভাষক মোহেসুনুল হক মান্না বলেন, মঠবাড়িয়া সরকারি কলেজে অধ্যক্ষ গোলাম মোস্তফা নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করার কারনে বিধি মোতাবেক প্রিজাইটিং অফিসারের দ্বায়িত্ব সহকারি অধ্যাপক অলাউদ্দিন খানের কাছে অর্পন করেন। এখানে উৎসবমূখর, সুষ্ঠু ও প্রভাবমুক্ত পরিবেশে ভোট গ্রহণ চলছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন