পুলিশ দিয়ে ক্ষমতা ধরে রাখা যায় না: আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, যে কোন সংকট মোকাবেলার জন্য আমাদের একত্রে কাজ করতে হবে। আজকে দুনিয়া ব্যাপী যে বিরূপ কঠিন পরিস্থিতির উদ্ভব হচ্ছে তা প্রতিহত করা খুবই দুরূহ। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য বা নির্বাচনের জন্য জোটবদ্ধ হওয়া নয়, প্রধানমন্ত্রীর আহ্বান আওয়ামী লীগসহ যারা আমরা ১৪দলে আছি তাদের একসাথে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে।
সোমবার রাতে ভান্ডারিয়ায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের ব্যবহার ও আচরণ দ্বারা বিরোধীদের মন জয় করা উচিত। উৎখাত, মুলোৎপাটন, শিকড় তুলে দেয়ার রাজনীতি নয়। অতীতে এ ধরণের রাজনীতি দেশ ও সমাজে সংঘাত সৃষ্টি করেছে। অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা বিরোধীদের দমন করতে দলন, গ্রেফতার, নির্যাতনের আশ্রয় নিয়েছেন। আমাদেরকে কারা অভ্যন্তরে নিক্ষেপ করেছেন বারবার। তারপরও ক্ষমতায় ধরে রাখতে পারেনি। পুলিশ দিয়ে ক্ষমতা ধরে রাখা যায় না। যখন ক্ষমতার বাইরে চলে আসে তখন মানবাধিকার, আইনের শাসন ইত্যাদি কথা বলেন বটে কিন্তু অতীতে তাদের আচরণ ভুলে যান। মনে রাখতে হবে প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।
আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা এনেছেন, অধিকার প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু যেভাবে সকলকে ঐক্যবদ্ধ করেছিলেন সেভাবেই মানুষকে একত্র করতে হবে। এলাকার মানুষের সেবা ও কল্যাণের জন্য আমাদের কাজ করে যেতে হবে। কাজের মাধ্যমেই মানুষকে জয় করা যায়।
আগামী সংসদ নির্বাচন জোটগত ভাবেই করা হবে- সাম্প্রতিক ১৪দলের শরিকদের সাথে এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণার প্রেক্ষিতে সোমবার ভান্ডারিয়ায় শরিক দলের স্থানীয় নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
ভান্ডারিয়ার ‘তাসমিমা ভিলায়’ আওয়ামী লীগের উপজেলা সভাপতি ফায়জুর রশীদ খসরু জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ১৪দলের শরিক আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-জেপি’র ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
সংসদীয় আসন পিরোজপুর-২ ভুক্ত এ তিনটি উপজেলার জোটভুক্ত দলগুলোর যে সকল নেতৃবৃন্দ বৈঠকে বক্তব্য রাখেন তারা হলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার ও টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিক। এ সময় আরও উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেপি নেতা ইউসুফ আলী আকন, পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার, বালিপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, ইন্দুরকানী ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন প্রমুখ।
আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা অনুযায়ী আগামী নির্বাচনও ১৪দল জোটগতভাবেই আওয়ামী লীগ করবে এই ঘোষণার বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ পিরোজপুর-২ আসনসহ সারা দেশে আওয়ামী লীগের নেতৃত্বে জোটগতভাবে নির্বাচন করার কৌশল ও তার বাস্তবায়ন নিয়ে বৈঠকে কথা বলেন। বৈঠকে আওয়ামী লীগ ও জেপি’র অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ভান্ডারিয়ার পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
সোমবার রাতে আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভান্ডারিয়া বন্দর তাফসীর ময়দানে এক ওয়াজ মাহফিলে অংশ নেন। ভান্ডারিয়া ইসলামী সমাজ কল্যাণ কমপ্লেক্স আয়োজিত তাফসিরুল কোরআন মহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
শঙ্কর জীৎ সমদ্দার/ ভান্ডারিয়া
এইচকেআর