মঠবাড়িয়ায় সিপিপির উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় সিপিপির স্বেচ্ছা সেবকদের দক্ষতা ও উন্নয়ন বিষয়ক দুই দিন ব্যাপী এক প্রশিক্ষণ বুধবার শুরু হয়েছে। এতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর (সিপিপি) এর উদ্যোগে স্বেচ্ছা সেবকদের সংকেত ভিত্তিক প্রচার কাজ, অপসারণ, আশ্রয়ণ কেন্দ্রে-আশ্রয়ণ ব্যবস্থাকরণ, উদ্বার, প্রাথমিক চিকিসার ধারণা, কৃত্ত্বিম শ্বাস-প্রশ্বাস, আগুনে পোড়া ও রক্তক্ষরণ এর ঘটনায় প্রশিক্ষণ দেয়া হয়।
উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরাফাতুল ইসলাম ও উপজেলা ডেপুটি টিম লীডার (সিপিপি) ইকবাল হোসেন পৌর শহরের মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে এ প্রশিক্ষণ দেন।
এইচকেআর