মঠবাড়িয়ায় ‘ন্যাশনাল পোর্টাল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ‘ন্যাশনাল পের্টাল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১ টায় শহীদ মাখন লাল দাস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে ভার্চূয়াল পদ্ধতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এসপায়ার-টু-ইনোভেট (এটুআই) প্রোগ্রাম যুগ্ম সচিব ও যুগ্ম পরিচালক নাহিদ সুলতানা মল্লিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক।
এতে উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামির সৈকতসহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচকেআর