ইন্দুরকানীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধণা

ইন্দুরকানীতে ২০২১ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধণা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ইন্দুরকানী প্রেস ক্লাবে ইন্দুরকানী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মরহুম মোদােচ্ছর আলী শিকদার স্মরণে এ সংবর্ধণার আয়োজন করেন। ইন্দুরকানী সদর ইউনিয়নের ১৮ জন জিপি এ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট, নগদ অর্থ ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।
প্রেসক্লাবের সভাপতি আজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও শাহিদুল ইসলাম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম, বক্তব্য রাখেন, ওসি এনামুল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা মাহমুদুল হক দুলাল, ইউপি চেয়ারম্যান মাসুদ করীম ইমন, আমরিকান প্রবাসী মিজানুর রহমান,প্রেসকøাবের সাবেক সভাপতি এম,এ ছগির, এইচএম ফারক, আলমগীর কবীর মান্নু, প্রধান শিক্ষক সেলিম খান, সহ প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী প্রমুখ।
এইচকেআর