ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইন্দুরকানীতে প্রীতি ফুটবল ম্যাচ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইন্দুরকানীতে প্রীতি ফুটবল ম্যাচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইন্দুরকানী উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ইউনিয়ন পরিষদ একাদশ ও উপজেলা প্রশাসন একাদশ অংশগ্রহণ করেন।

খেলায় ইউনিয়ন পরিষদ একাদশকে চার-এক গোলে হারিয়ে উপজেলা প্রশাসন একাদশ বিজয়ী হন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোঃ শামীম।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম,ও ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, উপজেলা আ.লীগের সহ সভাপতি মাহমুদুল হক দুলাল, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, বালিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মঞ্জু,পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন, ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম ইমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে এম আবুল খায়ের,উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, প্রেস ক্লাব সভাপতি আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জে আই লাভলু প্রমুখ।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন