কাঠালিয়ায় গণহত্যা দিবস উযাপন

২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে কাঠালিয়ায় একাত্তরের শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। শুক্রবার সকাল ১০টায় উপজেলার তালতলা বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পন করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা ছাত্রলীগ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনাচর্জ মোঃ মুরাদ আলী, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ফোরকান সিকদার, মুক্তিযোদ্ধা নারায়ন কাঞ্জিলাল, অভিনাস চন্দ্র সন্নমৎ প্রমুখ।
বক্তারা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে লাখো মানুষ মুক্তিযুদ্ধে অশং নিয়েছিল। আজ আমরা বঙ্গবন্ধুর জন্য একটি স্বধীন বাংলাদেশ পেয়েছি। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছিল। তাদের আত্মত্যাগেই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
পরে শহীদের আত্মার মাকফিরাত কামনা বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এমইউআর