ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা

মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে সংবর্ধণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া) সার্কেল মোহাম্মদ ইব্রাহীম, সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান সিফাত প্রমূখ। দিবসটি উপলক্ষে সকাল ৭ টা আনুষ্ঠানিক ভাবে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ সন্ধ্যায় উপজেলা আ‘লীগ কার্যালয় উপজেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর আ‘লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসেন, উপজেলা আ‘লীগ সহ-সভাপতি মো. আরিফ উল হক, প্রচার সম্পাদক মো. ফজলুল হক মনি, যুবলীগের সাবেক সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ, সাবেক সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালম আজাদ, যুবলীগ নেতা বাবু শরীফ, আরিফুর রহমান সোহাগ. শাহ আলম শিকদার, শ্রমিক লীগ নেতা নাসির জমাদ্দার, আসলাম জমাদ্দার, ইসমাইল হোসেন প্রমুখ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন