স্বরূপকাঠিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্বরূপকাঠি উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগ,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠন শহিদ বেধীতে পুষ্পার্ঘ অর্পন ও র্যালী, আলোচনা সভাসহ ব্যাপক কর্মসুচী পালন করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সালাম প্রদর্শনের মাধ্যমে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো.মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হক, পৌর মেয়র মো.গোলাম কবির, ওসি আবির মোহাম্মদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত,নার্গিস জাহান,মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।
এইচকেআর