ইন্দুরকানীতে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

ইন্দুরকানীতে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন আইনী সুরক্ষা কর্মসূচী ( সেলফ্) এর সহযোগীতায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়ে।
ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় ও উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বহী অফিসার লুৎফুন্নেছা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান, উপজেলা সহকারি কমিশনার ভূমি মৌসুমী নাসরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিদুল হক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত মীর একেএম আবুল খায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসী, প্রধান শিক্ষক মো. সেলিম খান, সহকারি প্রধান শিক্ষক মো. সোহাগ হোসেন, বিবাহ রেজিস্টার মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, মো. মনিরুজ্জামান সিকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রুহুল আমিন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী দিলরুবা মিলন, উপজেলা জেপির আহ্বায়ক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার শাওন, উপজেলা জেপির সদস্য সচিব ও ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, ইন্দরকানী ব্র্যাকের অফিসার মো. ওহিদুল ইসলাম, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চু সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ প্রমুখ।
এসময় বক্তারা বাল্য বিয়ে প্রতিরোধে করনীয় বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। বাল্য বিয়ে প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, কাজী, অভিভাবক সহ সকলকে সচেতন থাকার জন্য বলা হয়।
এইচকেআর