ভান্ডারিয়ায় পিরোজপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ভান্ডারিয়ায় সোমবার বিকালে উপজেলা প্রশাসন ও পরিষদের যৌথ উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা,জনপ্রতিনিধিগণ,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান।
সভায় ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার,ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা,ওসি তদন্ত মো. মেহেদী হাসান, যুদ্ধকালীন বেসামরিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহবায়কও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার,সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতী,বন্দর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহামুদুর রহমান চৌধুরী, হিন্দু,বৌদ্ধ, খৃষ্টাণ ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বীরেন্দ্র নাথ বসু,উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রশিদ মাস্টার,যুবলীগ সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক হাওলাদার,সাংবাদিক শফিকুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা ভবানী সংকর বল,বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. মোশারফ সিকদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, মুক্তিযোদ্ধা মো. বাচ্ছু হাওলাদার, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী,খান এনামুল করিম পান্না,মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার,শামসুউদ্দিন হাওলাদার প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, চাকুরীর সুবাদে আমি দেশের বিভিন্ন উপজেলায় গিয়েছি সে সকল উপজেলায় সরকারি,বেসরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের মধ্যে কিছু না কিছু পরস্পর বিরোধী বক্তব্য লক্ষ্য করেছি। শুধু এ উপজেলায় এসে রাজনৈতিক ও ধর্মীয় সহাবস্থান এ দুটি বিষয় আমাকে অভিভুত করেছে। ভিন্ন ভিন্ন দল মতের মাণুষ থাকা সত্বেও এখানে সকলের ঐক্যবদ্ধতা দেখে মনে হয় এ উপজেলাটি দেশের অন্য যে কোন উপজেলার চেয়ে অনেক ভালো। এটি দেশের একটি মডেল উপজেলা ধরা যায়। এখানে এমন কি ম্যাজিক আছে যা আমাকে বললে আমি দেশের অন্য যে কোন স্থানে সেটি অ্যাপ্লাই করতে পারি। দেশে নানা সময়ে নানা উত্তরণে সকলে এক হয়ে কাজ করছেন। তা এ উপজেলায় না আসলে বোঝা যায় না। তবে ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে হবে। এসময় তিনি দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে ২০৪১সালে উন্নয়নশীল দেশ তথা সোনার বাংলা গড়তে সকলে সকলের স্থান থেকে কাজ করার আহবান জানান তিনি। এ ছাড়াও আসন্ন রমজান উপলক্ষে কোন ব্যবসায়ী কৃত্তিম সংকট তৈরী করে ফায়দা নিতে না পারে সে জন্য ব্যবসায়ীনেতাদের প্রশাসনকে সহায়তা করা এবং করোনা কালে শিক্ষার্থীদের যে অপুরনীয় ক্ষতি হয়েছে সে সংকট কাটিয়ে উঠতে চাকুরী মনোভাবের বাইরে এসে আন্তরিক হয়ে শিক্ষার্থীদের পাঠ দানে শিক্ষকদের আন্তরিক হওয়ার জন্যও আহবান জানানো হয়।
এইচকেআর