ইন্দুরকানীতে মসজিদে নামাজ পড়ার সময় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে মসজিদে যোহরের নামাজ পড়ার সময় মোঃ সেকেন্দার আলী হাওলাদার (৮৫) নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ মার্চ) দুপুরে স্থানীয় পশ্চিম টগড়া মল্লিক বাড়ি জামে মসজিদে যোহরের নামায পড়ার সময় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার পাড়েরহাট ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। স্থানীয় পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রবিবার দুপুরে নামাজ পড়তে তিনি স্থানীয় পশ্চিম টগড়া মল্লিক বাড়ি জামে মসজিদে যান। জোহরের ফরজ নামাজ আদায় শেষে সুন্নত নামাজ পড়ার সময় মসজিদে বসে হঠাৎ তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন । এসময় স্থানীয় মুসল্লিরা সাথে সাথে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের ধারনা নামাজ পড়ার সময় মসজিদে বসে স্ট্রোকেই তার মৃত্যু হয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্তান্ত ছিলেন। এর আগে তিনি স্ট্রোক করেছিলেন বলে জানান স্থানীয়রা।
তার স্ত্রী সহ চার ছেলে এবং দুই মেয়ে রয়েছে। সোমবার সকাল ৯ টায় টগড়া কামিল মাদরাসা সংলগ্ন মসজিদে জানাজার নামাজ শেষে মাদাসার কবরস্থানে তাকে দাফন করা হয় ।
সাবেক ইউপি সদস্য সেকান্দার আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ১ নং পাড়েরহাট ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান শাওন তালুকদার।
এইচকেআর