গ্রামীণ দরিদ্রদের আর্থসামাজিক উন্নয়নে অবহিতকরণ সভা

পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা পর্যায়ের গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এস.ডি.এফ)এর উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা,কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,প্রাণী সম্পদ কার্যলয়ের ভ্যাটেনারী সার্জণ ডাঃ সোমা সরকার, নদমুলা ইউপি চেয়ারম্যান মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, এসডিএফ এর বরিশাল আঞ্চলিক কর্মকর্তা মো. মিজানুর রহমান, পিরোজপুর জেলা কর্মকর্তা মো. হাফিজ আল মামুন ও মো. নজরুল ইসলাম প্রমুখ। অবহিতকরণ সভায় উপজেলার বাকি নদমুলা শিয়ালকাঠী ও গৌরীপুর এ দুই ইউনিয়নের দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার সহনশীল উন্নয়ন ও গ্রামীণ উদ্যোক্তো তৈরীর জন্য আগামী পাঁচ বছর মেয়াদী নারীদের অংশগ্রহনে কমিটি করে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরে সহোযোগীতায় বিভিন্ন প্রকার কাজ বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।
পরে ২০০১সাল থেকে শুরু হওয়া এ সংগঠনের পূর্বের কার্যক্রম এবং আগামী পাঁচ বছরের পরিকল্পনা বিষয়ক একটি চিত্র প্রদর্শণী উপস্থাপন উপভোগ করেন উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এইচকেআর