ভান্ডারিয়ায় মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়ায় বুধবার (৩০মার্চ) স্বপনঢালী (৫৮)নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকেল লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ১নম্বর ভিটাবাড়ীয়া ইউনয়িনের মেদিরাবাদ তারাবুনিয়া গ্রামের অভিনাস ঢালীর ছেলে এবং দুই সন্তানের জনক।
মৃতের স্ত্রী শান্তনা রায় জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে ঘড় থেকে বেড় হয়ে আর বারি ফেরেনি। অনেক খোঁজা খুজির পর সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখে লোকজন আমাকে জানায়। পরে থানা পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে ভানডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান,তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণের পাশাপাশি একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এইচকেআর