ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

কাউখালীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই

কাউখালীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


পিরোজপুরের কাউখালীতে মো. জসিম উদ্দিন (৩০) নামে এক চালককে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে তার অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।  

বুধবার (৩০ মার্চ) দুপুরে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের কাছ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

তিনি উপজেলার সদর ইউনিয়নের কেন্দুয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের কাছে জসিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।  

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, বিষয়টি শুনেছি। ওই যুবক সুস্থ হলে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন