ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় উত্তরণ দিবস উদযাপন

ভান্ডারিয়ায় উত্তরণ দিবস উদযাপন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ’২১এর ২৪নভেম্বর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার চুড়ান্ত সুপারিশ লাভ করায় সারা দেশ ব্যপি কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ মার্চ) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পর্যায়ে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিপাদ্য বিষয়ক ব্যাণারে  এক বণার্ঢ্য  র‌্যলি বের করা হয়।

 র‌্যলি শেষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মুক্তিযুদ্ধকালীন বেসামরিক কমান্ডার খান এনায়েত করিম,হিন্দু,বৌদ্ধ,খৃষ্টাণ ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বীরেন্দ্র নাথ বসু,কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জহিরুল আলম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসীর উদ্দিন খলিফা ও এনামুল কবির টিপু তালুকদার প্রমুখ। 

বিকেলে একই স্থানে স্থানীয় শিল্পীদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সরকারি,বেসরকারি কর্মকর্তা,মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন