মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে পথসভা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাকে দ্বি-খন্ডিত করার অপকৌশলকে রুখে দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজিকে ধন্যবাদ জানাতে পখসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫ টায় সর্ব দলীয় সর্বদলীয় প্রতিনিধি এর আয়োজনে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এ সভায় উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা আ‘লীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা আ‘লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফ আলমগীর হোসেন, কাউন্সিলর শফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান সিফাত, পৌর জাতীয় পার্টির সভাপতি প্রভাষক ফারুক হোসেন, পৌর আ‘লীগ সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, স্বেচ্ছা সেবকলীগ সাবেক সভাপাতি আলাউদ্দিন আল আজাদ প্রমূখ।
এসএম