ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় নির্বাহী ম্যজিস্ট্রেট'র স্বাক্ষর জাল করে আদেশনামা তৈরি

মঠবাড়িয়ায় নির্বাহী ম্যজিস্ট্রেট'র স্বাক্ষর জাল করে আদেশনামা তৈরি
ছবি: প্রতীকী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) এর স্বাক্ষর জাল করে অগ্রিম আদেশনাম থানায় জমা দেয়া অভিযোগ পাওয়া গেছে শাহ আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্ট  দপ্তর ও এলাকায় ব্যপক তোলপাড় চলছে। শাহ আলম উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের মৃত. ওয়াজেদ হাওলাদারের ছেলে।

জানা গেছে, শাহ আলম (৬২) জমি সংক্রান্ত বিরোধের জেরে ৫৫ শতাংশ জমির ওপর নিষেধাজ্ঞা চেয়ে একই এলাকার কামরুজ্জামান কয়েস (৪০) সহ ৪ জনকে বিবাদী করে সম্প্রতি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। বিজ্ঞ আদালত ওই জমির ওপর নিষেধাজ্ঞারও আদেশ দেন। আদালতের আদেশের কপি থনায় পৌছনের বেশ কয়েক দিন আগে সুচতুর শাহ আলম নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) এবং বেঞ্চ সহকারির স্বাক্ষর ও সিল জাল করে অগ্রিম আদেশ নাম থানায় জমা দেন। ওই আদেশনামা পেয়ে পুলিশ গত ৩১ মার্চ বিবাদীদের নোটিশ করেন। বিষয়টি কামরুজ্জামান কয়েস পক্ষরা বৈধতার চ্যালেঞ্জ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি স্ঈাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা ও আদেশ সবই ঠিক আছে। এখান থেকে ৩ এপ্রিল রোববার বিকেলে আদেশনামা প্রেরণ করা হয়েছে কিন্তু মামলা বাদি শাহ আলম স্বাক্ষর ও সিল জাল করে এক ধরণের প্রতারণার আশ্রয় নিয়েছেন।

এ ব্যাপারে শাহ আলম হাওলাদারের বক্তব্য নেয়া সম্ভব না হলেও তার আইনজীবী এডভোকেট আতাউর রহমান জানান, যদি এ ধরনের কর্মকন্ড হয়ে থাকে, তাহলে তা সম্পূর্ণ আইন পরিপন্হি।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, বিষয়টি আমার পরে বুঝতে পেরেছি। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) ঊর্মি ভৌমিক বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন