টেকসউন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারীদ্র দূরীকরণ বিষয়ক সভা

পিরোজপুরের ভান্ডারিয়ায় বুধবার সরকারের অর্থ মন্ত্রণালয়াধীন অলাভজনক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্টট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠান মিলনায়তনে রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লইভ্লিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের আওতায় উপজেলার বাকি দুটি ইউনিয়নের মধ্যে ২নম্বর নদমুলা শিয়ালকাঠী ও ৭নম্বর গৌরীপুর ইউনিয়নের ২৫টি গ্রামের দরিদ্র ,অতিদরিদ্র (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বি.ডি.এস এর তথ্যানুযায়ী)জলবায়ুর বিরূপ প্রভাব এবং কভিডের কারনে পিছিয়ে পড়া গ্রামীণ জনগোষ্ঠির সক্ষমতা বৃদ্ধি,গ্রামীণ ক্ষুদ্র অবকাঠামো তৈরি ও উন্নয়ন,কর্মসংস্থান সৃষ্টি,খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে সহায়তা,স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদান এবং পরিকল্পিত কর্মর্কান্ডের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে সুবধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্ববলম্বী করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২নম্বর নদমুলা শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এসডিএফ’র পিরোজপুর জেলা ব্যাবস্থাপক মো. হাফিজ আল মামুন, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহবায়ক মো. শাহজাহান তালুকদার, নদমুলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার বড়াল, এসডিএফ’র জেলা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ভান্ডারিয়ার ক্লাস্টার কর্মকর্তা একেএম মাহাফুজুর রহমান, ইউপি সদস্য সাকায়েক হোসেন সিপাই প্রমুখ।
এসময় এ জনপ্রতিনিধি, প্রাণীসম্পদ,স্বাস্থ্য,শিক্ষা, সমাজকর্মী, ইমাম সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভার মধ্যে প্রতিষ্ঠানের পূর্বের কর্মকান্ড এবং আগামী পাঁচ বছরের কর্মপরীকল্পনা বিষয়ক স্লাইডশো প্রদর্শণ করা হয়। অবহিতকরণ সভায় এ দুই ইউনিয়নের ২৫টি গ্রামে সুবধাবঞ্চিত জনগোষ্ঠীর নারীদের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মকান্ড পরিচালনা করার জন্য কমিটি গঠন করা হবে। তাদের কার্য পরিচালনার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থায়ী অফিস কার্যালয় নির্মান করা হবে বলে জানানো হয়। যা ঐ প্রতিষ্ঠানের কর্মকর্তারা দেখভালের দ্বায়িত্ব পালন করবেন ।
এইচকেআর