ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় ইউনিলিভারের পণ্য বিক্রি করতে গিয়ে দুই ভাই নিখোঁজ  

মঠবাড়িয়ায় ইউনিলিভারের পণ্য বিক্রি করতে গিয়ে দুই ভাই নিখোঁজ  
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বহুজাতিক কোম্পানী ইউনিলিভারের পন্য বিক্রি করতে গিয়ে শুভ মিস্ত্রী (২৪) ও সাগর মিস্ত্রী (২১) নাম দুই ভাই নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাদের বাবা সুভাষ চন্দ্র মিস্ত্রী ৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া থানায় জিডি করেছেন। সুভাষ চন্দ্র মিস্ত্রী উপজেলার নলী চান্দুখালী গ্রামের মৃত. দীনবন্ধু মিস্ত্রীর ছেলে।

জিডি ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত ৫ এপ্রিল মঙ্গলবার সকালে পৌর শহরের টিএন্ডটি রোডস্থ ইউনিলিভার কোম্পানীর অফিস থেকে বিভিন্ন পন্য বিক্রয়ের জন্য পাশ্ববর্তী  বাগেরহাট জেলার শরণখোলা (রায়েন্দা) এর উদ্দেশ্যে যান। দিন শেষে ফিরে আসার কথা থাকলেও গত ৩ দিনে ফিরে আসেনি এমনকি তাদের সাথে থাকা ০১৭৫২২৯২৬৩১-এ নম্বরের মোবাইলটিও বন্ধ পাওয়া যায়।

তাদের ড্রাইভার সোহেল মুঠোফোনে জানান, ওই দিন শুভ মিস্ত্রী ও সাগর মিস্ত্রী শরণখোলা উপজেলা শহর ও আশপারের বাজারে পৃথক ভাবে মাল সাপ্লাইদেয় এবং টাকা কালেকশন করেন। সন্থার আগে তাদেরকে শরণখোলা বাজারে ছেড়ে দেয়া হয়েছে। সন্ধা ৬ টার খেয়ায় তাদের বাড়ি বা অফিসে ফেরার কথা ছিলো।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদলজিডির সত্যতা নিশ্চিত করে বলেন, ইতো মধ্যে দেশের সকল থানায় বার্তা পৌঁছানো হয়েছে। শুভ মিস্ত্রী ও সাগর মিস্ত্রীকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন