কলাগাছের সাথে এ কেমন শত্রুতা

পিরোজপুর ইন্দুরকানীতে ইব্রাহীম হাওলাদার নামে একব্যক্তির ৫ কাঠা জমির কলাসহ কলাগাছ কেটে প্রতিশোধ নিল প্রতিপক্ষরা। বুধবার রাতে উপজেলার ইন্দুরকানী পুরাতন খাদ্যগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।
কলা ক্ষেতের মালিক ইব্রাহীম হাওলাদার জানান, শত্রুতা মেটাতে প্রতিপক্ষরা রাতের আধারে আমার কলা ক্ষেতের কলা সহ সব গাছ কেটে ফেলেছে। এছাড়া সুপারি ও অন্যান্য গাছ ও কেটে ফেলেছে। এ বিষয় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের সনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর