ইন্দুরকানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আহত দুই ভাইসহ তিন জনের মৃত্যু

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পিরোজপুরের ইন্দুরকানীর হাসান দুয়ারী, মিজান দুয়ারী ও তার শ্যালক শাকিল মোল্লা পরপর তিন দিনে তিন জনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মৃতরা হলেন, ন্দুুরকানী উপজেলার টগড়া গ্রামের আবুল দুয়ারীর ছেলে হাসান দুয়ারী ও মিজান দুয়ারী। অপরজন শাকিল মোল্লা ভান্ডরিয়া উপজেলার হেতালিয়া গ্রামের আঃ লতিফ মোল্লার ছেলে।
স্থানীয় টগড়া গ্রামের ইউপি সদস্য আঃ রাজ্জাক হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতর পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বুধবার হাসান দুয়ারী, পরের দিন তার শ্যালক শাকিল মোল্লা ও শুক্রবার সকালে ভাই মিজান দুয়ারী ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ণ ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের পরিবারে চলছে শোকের মাতম।
নিহত হাসান দুয়ারী ও মিজান দুয়ারীর বাবা আবুল দুয়ারী কান্নাজড়িত কন্ঠে জানান, আমার দুই ছেলে ছিল তারা মারা গেল এখন আর আমার কিছুই রইল না। এখন আমি কি নিয়ে বাঁচব।
পারিবারিক সুত্রে জানা যায়, গত শনিবার ২ এপ্রিল উপজেলার পড়েরহাটের জাকির খানের ড্রেসার মেশিনে গ্যাসসিলিন্ডার দিয়ে টগড়া গ্রামের হাসান দুয়ারী , তার ভাই মিজান দুয়ারী ও তার শ্যালক শাকিল মোল্লা মেরামতের কাজ করছিল । এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তাদের তিন জনের শরীরের অধিকাংশ পুড়ে যায়। দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শেরে- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। ৫ দিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিন জনই মারা যায়।
ইউপি সদস্য আঃ রাজ্জাক হাওলাদার জানান, কয়েকদিন আগে ড্রেসার মেশিনে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হাসান দুয়ারী, মিজান দুয়ারী ওহাসান দুয়ারীর শ্যালক শাকিল মোল্লা সহ তিনজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চিকিৎসাধীণ অবস্থায় পরপর ৫ দিনের মধ্যে তিন জনই মারা যায়।
এইচকেআর