মঠবাড়িয়া উপজেলাকে ‘দ্বিখন্ডিত’ করার খবর ভিত্তিহীন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাকে দ্বিখন্ডিত করার সংবাদ ভিত্তিহীন। উপজেলা বাসিকে বিভ্রান্তি করতে কতিপয় রাজনৈতিক পথভ্রষ্ট ব্যক্তিরা গুজর ছড়িয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টা করেছেন। রোববার সকাল ১১ টায় পৌর শহরের ব্যাংকপাড়া আ‘লীগ কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর লিখিত বক্তব্যে বলেন, গত ৩১ মার্চ কতিপয় স্বার্থান্বেসী চিহ্নিত রাজনৈতিক ব্যক্তিরা “সর্ব দলীয় প্রতিনিধি” ব্যানারের নামে বিএনপি, জামায়াতকে সাথে নিয়ে মঠবাড়িয়া উপজেলাকে দ্বিখন্ডিত করার গুজব ছড়িয়ে বিভ্রান্তি করার অপচেষ্টায় লিপ্ত হয়েছিলেন। যা প্রধানমন্ত্রীর উন্নয়ন ও অগ্রযাত্রার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রের সামিল। আ‘লীগের এই স্বার্থান্বেসী মহল নীল নকশা করে আ‘লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রায়াত জাতীয় নেতা মহিউদ্দিন আহম্মেদ এবং মাহমুদা সওগাত, ডাঃ মো. আনোয়ার হোসেনকেও পরাজিত করেন।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা আ‘লীগ সহ-সভাপতি ও উপজেলা আ‘লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম মিয়া, পৌর আ‘লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপজেলা আ‘লীগ সহ সভাপতি মো. আরিফ উল হক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, রিয়াজুল আলম ঝনো, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার, আবু হানিফ খান, ফজলুল হক রাহাত, দেলোয়ার হোসেন আকন, নাসির হোসেন হাওলাদারসহ আ‘লীগ,যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
এইচকেআর