ভান্ডারিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম,মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা বাচ্ছু হাওলাদার, ওসি তদন্ত মো. মেহেদী হাসান, মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, প্রাণী সম্পদ কার্যালয়ের ভ্যাটানারি সার্জন ডা: সোমা সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসীর উদ্দিন খলিফা, শিক্ষক মো. আব্দুর রাজ্জাক হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন ’৭১এর এই দিনে (১৭এপ্রিল) মেহেরপুরের বৈদ্যনাথ গ্রামের আম্রকাননে আজকের স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন হওয়ায় ঐদিন থেকেই এই দিনটিকে মুজিবনগর দিবস হিসেবে নাম করণ করা হয়। দেশ স্বাধীনের সঠিক ইতিহাসের নানা বিষয়ে জানতে হবে এবং নতুন প্রজন্মকে জানাতে হবে এটা প্রবীণদের দ্বায়িত্ব কর্তব্য।
এইচকেআর