স্বরূপকাঠিতে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

স্বরূপকাঠিতে ১৪৫০ জন কৃষককে আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই সার বীজ বিতরণ করা হয়।
ইউএনও মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে বিতরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, মহিলা ভাইস চেযারম্যান নার্গিস জাহান,উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, কৃষকলীগ সভাপতি শশাংক রঞ্জন সমদ্দার প্রমুখ।
প্রতিজন কৃষককে পাঁচ কেজি করে বীজ ধান, ২০কেজি বিওপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এইচকেআর