ইন্দুরকানীতে শিশুর ভাসমান লাশ উদ্ধার

ইন্দুরকানীতে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সোমবার দুপুরে উপজেলার চাড়াখালী গ্রামের শারীরিক প্রতিবন্ধী মো. মিজানুর রহমানের শিশু পুত্র মোরসালিন (৪) খেলতে খেলতে পাশের পুকুরে পড়ে যায় ।
ওই বাড়ির বাসিন্দা আতিকুর রহমান শিশুটির ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির পিতা মিজানুর রহমান জানান, আমার একমাত্র শিশু পুত্র পুকুরের পানিতে ডুবে মারা যায়। তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এইচকেআর