ইন্দুরকানীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহীন ফরাজীকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। পরে তাকে তার স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । রোববার রাতে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, ছাত্রদল নেতা শাহীন ফরাজীর পিতা আঃ হক ফরাজির সাথে তার দোকানের সামনে বসে পাশর্^বর্তী হোগলাবুনিয়া গ্রামের কালা শিকদারের তুচ্ছ ঘটনাকে কে নিয়ে কথার কাটাকাটি হয়। তখন দোকানে থাকা ছাত্র নেতা শাহীন ফরাজি কালা শিকদার কে থামতে বললে শাহীন কে দেখিয়ে দেয়ার হুমকী দেয়। শাহীনও তাকে পাল্টা হুমকী দেয়। তখন কালা শিকদার তার ছেলেদের তাকে মারছে বলে ফোন করলে দুই ছেলে সবুজ ,সাগর ও ভাইপো সোহেল দাও লাঠি নিয়ে শাহীনের উপর হামলা চালায়। দোকান ভাংচুর করে। তাদের দায়ের কোপে শাহীন গুরুতর আহত হয়।
ছাত্রদল নেতা শাহীন ফরাজীর পিতা আঃ হক ফরাজী জানান, সামান্য কথার কাটাকাটিতে কালা শিকদার ্উত্তেজিত হলে আমার ছেলে থামতে বললে সে তার ছেলেদের ও অন্য লোকদের নিয়ে আমার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করে। আমার ছেলে হাসপাতারে ভর্তি আছে সুস্থ হলে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করব। অভিযুক্ত কালা শিকদারের ভাই কাওসার শিকদার জানান, উভয়ের মধ্যে ভুল বুঝাবুঝিতে কথার কাটাকাটিতে এ ঘটনা ঘটেছে। আমরা মিমাংসার চেষ্টা করছি। ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, হামলায় আহত শাহীন ফরাজিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন ও মামলা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর