মঠবাড়িয়ায় হামলায় দুই নারীসহ আহত ৩

জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় প্রবাসি দুলালের স্ত্রী আহত সাবিনা আক্তার বাদি হয়ে শুক্রবার সকালে চাচাতো ভাষুর রফিকুল ইসলামকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সকালেই রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আঙ্গুলকাটা গ্রামে আফজাল হোসেন ও মহসিন হোসেন নামের দু‘ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে মহসিন হোসেন ও তার ছেলে রফিকুল ইসলামের নেতৃত্বে ৪-৫ জন লোক পূর্ব পরিকল্পণা অনুযায়ী আফজাল হোসেন, তার স্ত্রী আমিনুর বেগম, পুত্রবধূ সাবিনা আক্তার এর ওপর হামলা চালায়। এসময় সীমানা বেড়ায় আগুন ধরিয়ে দেয়া ও বসত গরের মালামাল লুটে নেয়ার ঘটনাও ঘটে। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঠবাড়িয়া থনার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল মামলা ও আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এইচকেআর