ইন্দুরকানীতে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পিরোজপুরের ইন্দুরকানীতে এক নারীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই মরদেহটি ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের আবাসন এলাকার খালের মোহনার কচানদীর চর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ইন্দুরকানী থানার এস আই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় নারী হত্যার অভিযোগে অজ্ঞাত আসামী করে শুক্রবার থানায় হত্যা মামলা দায়ের করেন। লাশটি ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। একদিনে কোন পরিচয় মেলেনি।
ইন্দুরকানী থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. শামীম আহম্মেদ জানান, লাশটি অর্ধগলিত অবস্থায় বস্তা বন্দি পাওয়া গেছে। সেটি অজ্ঞাত এক নারীর মরদেহ। ধারনা করা হচ্ছে গত ৪-৫ দিন আগে তাকে কোন স্থান থেকে হত্যা করে বস্তা বন্দি করে নদীতে ফেলে দেয়া হয়েছে। তাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। তার পড়নে একটি পাজামা রয়েছে। ধারনা করা হচ্ছে তার বয়স ৩০-৩৫ বছল হবে। এখনই তাকে কোন ধরনের সনাক্ত করা যচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, উপজেলার পাড়েরহাট আবাসন এলাকার কচানদী ও খালের মোহনা সংলগ্ন চরে স্থানীয়রা বস্তা বন্দি দেখে পুলিশে খবর দেয়। পরে রাতে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যপারে অজ্ঞাত আসামী করে শুক্রবার হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এইচকেআর